মিঠাপুকুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/Mithapukur-Photo-1-Rangpur...23.08.2017-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মো: শামীম আখতার, উপজেলা প্রতিনিধি মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার ১’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছে বন্ধন যুব সমাজ কল্যান সংস্থা।
বুধবার মিলনপুর ইউনিয়নের জানকিপুর, গোপালপুর ছাদেক মোড়, তরফসাদী, কেশবপুর বড়চর, দূর্গাপুর, মানিকবেড়া ও মিলনপুর মাদ্রাসা ভেন্যুতে ১৭ গ্রামের মানুষদের এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই সংস্থার সদস্য রবিউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জাহিদুর রহমান, সাইফুল ইসলাম, ইমরান, আরিফ হোসেন, আব্দুল হালিম, আকমল হোসেন প্রমুখ।
সংস্থার সদস্য রবিউল ইসলাম জানান, স্বরণকালের ভয়াবহ বন্যায় মিঠাপুকুরের ৫ ইউনিয়নের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের সামান্য উদ্যোগে চেষ্টা করেছি, দুঃস্থ্য মানুষগুলোকে কিছু দেবার জন্য।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন