মিতু হত্যা : আদালতে মুসার স্ত্রীর জবানবন্দি
চট্টগ্রামের আলোচিত মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় স্বাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার।
সোমবার (৩১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালতে তিনি এ জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের করেন হত্যা মামলা।
দীর্ঘ পাঁচ বছরের তদন্ত শেষে হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
১২ মে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তিনি। একই দিন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।
মামলায় বাবুল আক্তার ছাড়া বাকি সাত আসামি হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া (৪১), মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মো. আনোয়ার হোসেন (২৮), মো. খায়রুল ইসলাম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন