মিরপুরে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বিঘ্নিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/image-75476-1532935290.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রোববার বেলা ১১ টায় বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মিরপুর-১ থেকে মিরপুর-১০ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে বিক্ষোভ করছেন কমার্স কলেজ ও বিসিআইসি কলেজের শত শত শিক্ষার্থী।
সড়ক হত্যা বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা সড়কে মিছিল করছেন। এ মিছিল ও অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা সড়ক হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করছেন। পাশাপাশি দুই শিক্ষার্থীর মৃত্যুতে হাসতে হাসতে প্রতিক্রিয়া জানানোয় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন।
দুপুর ১টায় মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১ ও সনি সিনেমা হলের মোড়ে শিক্ষার্থীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করতে থাকেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
বনানী থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত অনুষ্ঠিত এ বিক্ষোভের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানীর পূর্ব-উত্তর অঞ্চলজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সড়কের দুই পাশেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী পশ্চিমাঞ্চলজুড়ে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন