মিরপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ

বেতন-ভাতা বৃদ্ধি  ও পুলিশের সঙ্গে সংঘর্ষে সহকর্মী নিহতের প্রতিবাদে মিরপুর ১০ ও ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রবিবার সকাল সোয়া ৮টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার রাস্তা অবরোধ করেন শ্রমিকেরা।

সকালে শ্রমিক নেত্রী শবনম হাফেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ি ও সাভারের আশুলিয়ায় শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে আন্দোলন না করার হুমকি এবং শ্রমিক হত্যার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকাল সোয়া ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তা অবরোধ করেন। তারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।