মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত রাসেলের পরিবারকে ১ লাখ টাকা অনুদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/1719585059930-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দোকান কর্মচারী মো. রাসেলের পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে তাঁর মা-বাবার হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন জমজম সুইটস এন্ড বেকস এর চেয়ারম্যান আবুল খায়ের সেলিম।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএম-১৬) মাঈন উদ্দিন চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল, মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী কবির হোসেন, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ও রাসেলের বাবা বেলাল মিয়া।
এর আগে গত ১৫ জুন মিরসরাই পৌর সদরে জমজম সুইটস এর শো রুমে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় রাসেল।নিহত রাসেল মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকার বেলাল ড্রাইভার বাড়ির মো. বেলাল মিয়ার পুত্র।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন