মিস ইন্ডিয়া হলেন মানুসি ছিল্লার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/binodon_50498_1498477203.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এবারের ৫৪তম ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ খেতাব জিতে নিয়েছেন হরিয়ানার মানুসি ছিল্লার। রোববার রাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন জম্মু ও কাশ্মীরের সানা দুয়া। দ্বিতীয় রানার আপ হয়েছেন বিহারের প্রিয়াঙ্কা কুমারী।
প্রথম হওয়া মানুসির জন্ম ডাক্তার পরিবারে। তার পড়াশোনা দিল্লির সেন্ট থমাস স্কুলে এবং সোনপতের ভগত ফুল সিং গভর্মেন্ট কলেজ অফ উওমেনে।
ভারতের ৩০টি রাজ্যের সেরা সুন্দরীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষ পর্বে সব প্রতিযোগীরাই মনীশ মালহোত্রার ডিজাইন করা ভারতীয় পোশাক পরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৬-এর মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভেল, বলিউড তারকা অর্জুন রামপাল, বিপাশা বসু, বিদ্যুৎ জামাল, অভিষেক কাপুর, ইলিয়ানা ডিক্রুজ, দীপান্বিতা শর্মা ও নেহা ধুপিয়া।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন