মিস ওয়ার্ল্ডের ফাইনালে লড়তে প্রস্তুত ঐশী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে। যেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে লড়তে প্রস্তুত তিনি।

৮ ডিসেম্বর (শনিবার) চীনের সানাই শহরে বসছে মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধি হচ্ছেন বাংলাদেশের মেয়ে ঐশী। যেখানে ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়বেন তিনি। এমন আশাবাদই ব্যক্ত করলেন ঐশী।

এরইমধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে চলছে ভোটিং। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। তাকে সেরাদের সেরা করতে ভোট করা যাবে ৮ ডিসেম্বর মিস ওয়ার্ল্ড-এর গ্র‌্যান্ড ফিনাল শুরুর আগ পর্যন্ত।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় মিস ওয়ার্ল্ড ফাইনাল পর্বটি সরাসরি প্রচার করবে জুম টেলিভিশন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের মিস ওয়ার্ল্ডের আয়োজকরা।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেয়া ঐশী গ্র্যান্ড ফিনাল শেষে দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।