মিয়ানমার বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্তের চেষ্টা করছে : অর্থমন্ত্রী
মিয়ানমার রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘মিয়ানমার এক হিসাবে আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তারা তাদের দেশের মানুষ বাংলাদেশে পাঠিয়ে আমাদের অর্থনীতি বিধ্বস্ত করার চেষ্টা করছে।’
রোববার গাজীপুরের টঙ্গীতে অ্যাপেক্স ক্লাব অব সিলেট আয়োজিত হেল্থ ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগেও এসেছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। আমরাও স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশে আশ্রয় নিয়েছিলাম। এটা আমরা কখনো ভুলিনি।’
তিনি আরও বলেন, ‘তাই যেসব রোহিঙ্গা আশ্রয় চাইবে, তাদের আশ্রয় দেব। তবে আমরা চাই, মিয়ানমারে তাদের অধিকার প্রতিষ্ঠা হোক। তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করুক।’
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের অবস্থান তুলে ধরেছেন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন