মিয়ানমারের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চান ওবায়দুল কাদের
মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং তাদের ওপর জাতিগত নিধন ও গণহত্যা বন্ধে দেশটির ওপর জাতিসংঘের অবরোধ আরোপের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।
.
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পুরো বিশ্ব মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছে। আশা করছি, মিয়ানমার কিছুদিনের মধ্যেই কোণঠাসা হয়ে পড়বে।
তিনি বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনার সরকার বিশ্বে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন। এজন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন কক্সবাজারের স্থানীয়রা।
আওয়ামী লীগের এই নেতা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় স্থানীয়দের উদারতার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, বিএনপি নেত্রী রোহিঙ্গাদের ত্রাণ দিতে এসে বিভিন্ন ঘটনা ঘটিয়ে ৭ দিন মানুষকে আতঙ্কে রেখেছিলেন। ত্রাণ বিতরণের সময় অসংলগ্ন কথাবার্তা বলে তিনি রাজনৈতিক দৈন্যতার পরিচয় দিয়েছেন।
কাদের আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। আর খালেদা জিয়া এবং তার দল সমালোচনা ও মিথ্যাচারে লিপ্ত রয়েছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহেদ সরওয়ার সোহেল, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন