মুক্তাগাছায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মুক্তাগাছা-জামালপুর সড়কের মানকোনের রায়থুরা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তাগাছার অটোরিকশার চালক শ্রীরামপুরের আলাদুল (৩৪), মলাজানীর নজরুল ইসলাম (৩৫), নুর মোহাম্মদ (৩০), টাঙ্গাইলের মধুপুুরের তাসলিমা আক্তার (২৬), লিজা আক্তার (১৩)। বাকি ২ জনের নাম জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মানকোনের রায়থুরা এলাকায় পৌঁছালে জামালপুর থেকে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ সাতজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৭ যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।’