মুখ তাকে দেখাতে হলোই

খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে। এই বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। জনসম্মুখে বোরকা পরেই যাতায়ত করে থাকেন জনপ্রিয় অভিনেত্রীরা। কিন্তু ছবির সংবাদের উপরে যে বোরকা পরা অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি বোরকা পরেও নিজেকে লুকাতে পারলেন না। মুখ তাকে দেখাতে হলোই।
এই বোরকা পরা অভিনেত্রী হচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। সহকর্মীদের অনুরোধেই শাবনূরকে মুখ দেখাতে হল। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) তিনি আরেক চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার একটি রেস্তোঁরায়।
সেই রেস্তোঁরার আড্ডায় আরো যোগ দিয়েছিলেন অভিনেতা রুবেল, খল অভিনেতা ডন, শিবা শানু প্রমুখ। এই চলচ্চিত্র তারকাদের হঠাৎ আড্ডার ছবি ছবি ফেসবুকে আপ করেছেন নাসরিন।
বর্তমানে শাবনূর মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘এত প্রেম এত মায়া’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এ ছবির একটি গানেও কণ্ঠও দিয়েছেন এই অভিনেত্রী।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন