‘মুনওয়াক’ স্টেপে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন তিনি! (ভিডিও)
তার এক হাত উঠলেই সারি সারি গাড়ি চকিতে থেমে যায়। আবার ঠোঁটের কোণে ঝুলে থাকা বাঁশির আওয়াজে প্রাণ ফিরে পায় যানবাহনেরা। এর জন্য কোনও শব্দ খরচ করতে হয় না তাকে। তিনি ট্রাফিক পুলিস।
ভারতে ইনদওরে রঞ্জিত সিং নামে ৩৮ বছর বয়সী এক ট্রাফিক সার্জেন্ট ‘মুনওয়াক’ স্টেপে নাকি ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। ব্যস্ত রাস্তায় অত্যন্ত নিপুণভাবে ১২ বছর ধরে এই কাজটি করে আসছেন রঞ্জিত।
রঞ্জিত বলেন, “মাইকেল জ্যাকসনের ভীষণ ভক্ত আমি। ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ১২ বছর আগে মুনওয়াক স্টেপ কপি করেছিলাম। এই মুনওয়াক স্টেপ বেশ কাজে দিয়েছে। গাড়িগুলো এখন কথা শোনে।”
রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ‘মুন ওয়াক’ স্টেপে হাঁটাচলা করেন তিনি। শরীর, মাথা, হাতও সমান ভাবে তাল মেলায়। রঞ্জিতের এমন অদ্ভুত ট্রাফিক নিয়ন্ত্রণ দেখে অনেকেই গাড়ি থামিয়ে মুগ্ধ হয়ে দেখতে থাকেন।
ইনদওরের রাস্তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় এই রঞ্জিত সিং। প্রায় ২০ হাজার ফলোয়ার রয়েছে তার ফেসবুক পেজে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন