মৃত সন্তানের দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন মা!
পেরুর বাসিন্দা মোনিকা পালোমিনো। গর্ভাবস্থার মাত্র ২৫ সপ্তাহের মাথায় শনিবার সন্তানের জন্ম দেন মোনিকা। জন্মের পরই মৃত্যু হয় সন্তানের। কিন্তু হাসপাতাল কর্তপক্ষ জানায়, ডেথ সার্টিফিকেট পেতে দেরি হবে। বাধ্য হয়ে মৃত শিশুকে সঙ্গে নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন মা। বাড়ি ফিরে মৃত সন্তানের দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখেন তিনি।
এরপরই ডায়াপার জড়ানো সন্তানের মৃতদেহ নিয়ে বাড়ি চলে আসেন মোনিকা। বাড়ি ফিরে বাড়ির ফ্রিজের ভিতর সন্তানের মৃতদেহ ঢুকিয়ে রাখেন তিনি। ফ্রিজের উপর ‘ডু নট টাচ’ সতর্কবার্তাও লিখে দেন মোনিকা। তার অভিযোগ, হাসপাতাল থেকে তাকে বাধ্য করা হয় সন্তানের মৃতদেহ নিয়ে বাড়ি আসার জন্য। সন্তানের মৃতদেহ গ্রহণ না করলে কোন ভাবেই হাসপাতাল থেকে তাকে ছাড়া হচ্ছিল না।
এদিকে ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত সন্তানের শেষকৃত্য করাও সম্ভব হয়নি তার পক্ষে।
এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মোনিকা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন