মেক্সিকোতে গভর্নর অফিসের বাইরে গাড়িতে মিলল ১০ লাশ
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় সাকাতেকাস রাজ্যে একটি গাড়ির ভেতর ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়, গভর্নরের কার্যালয়ের বাইরে এক চত্বরের মাঝখানে ফেলে যাওয়া একটি এসইউভি গাড়িতে ওই লাশগুলো পাওয়া যায়।
দেশটির একাধিক কর্মকর্তা জানান, প্রথমে তাদের গাড়িটি দেখে সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
মধ্যাঞ্চলীয় রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
প্লাজা দে আর্মাসে অবস্থিত তার শতবর্ষ পুরনো কার্যালয়ের কথা উল্লেখ করে মনরেল বলেন, তারা এসেছিল লাশগুলো প্যালেসের সামনে ফেলে যেতে। নিহতরা সম্ভবত ব্যাপক মারধরের শিকার হয়েছিলেন।
ঘটনার তদন্তে সহায়তা করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয়।
সাকাতেকাসে মাদক কারবারে জড়িত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই খণ্ডযুদ্ধ হয়। এভাবে মৃতদেহ ফেলে যাওয়ার ঘটনাও ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন