মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণাঞ্চল প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ১। বৃহস্পতিবার গভীর রাতে এই ভূকম্পন অনুভূত হয়। খবর বিবিসির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পিজিজিয়াপান শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূকম্পনের গভীরতা ছিল ৭০ কিলোমিটার।

মেক্সিকো, গুয়েতেমালা, এল সালভাদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মেক্সিকো সিটিতে ভূকম্পন অনুভূত হয়েছে। প্রায় ৯০ সেকেন্ড ধরে স্থায়ী হয় ভূমিকম্প। কম্পনের জোর ঝটকায় ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

এখন পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে ভূমিকম্পের পর পরই গত শহরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অন্ধকার নেমে আসে এলাকায়।