মেঘনায় ঝড়ের কবলে পড়ে পণ্যবাহী ট্রলার ডুবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।
ট্রলারের মাঝি মোহাম্মদ জিহাদ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারীঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। সকাল ৯টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক পাশে থাকা এমভি মায়মুনা নামে একটি জাহাজ এসে আমাদের ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে।
ওসি আরও বলেন,জিডিতে ট্রলার মাঝি জিহাদ উল্লেখ করেন, ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন