মেসির কারণে বার্সায় ভালো নেই নেইমার!
ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনাতে খেলতে চাইতেন নেইমার। তবে স্বপ্নের ক্লাবে এখন আর আগের মতো ভালো্ নেই ব্রাজিল তারকা। যতদিন মেসি বার্সায় থাকবেন, ততদিন দ্বিতীয় সেরা হয়েই থাকতে হবে এই ফুটবলারকে। এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন তিনি। এই মৌসুমে ক্লাব না ছাড়লেও আগামী দিনে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, মেসির তারকা খ্যাতির ভিড়ে নিজেকে বেশ অসহায় বোধ করছেন নেইমার। ব্রাজিল এই তারকার ঘনিষ্ঠজনরা তাঁকে নাকি বার্সেলোনা ছাড়ার পরামর্শ দিচ্ছেন। আর নেইমার নিজেও বিষয়টি বেশ গুরুত্ব সহকারে ভাবছেন।
স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছে, মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আশপাশের কিছু মানুষ ব্রাজিল তারকার মন বিষিয়ে তুলেছেন। মেসি যতদিন ন্যু ক্যাম্পে আছেন, ততদিন তাকে টপকানো সম্ভব নয় কারো পক্ষেই। এই কারণে নেইমার কখনই ‘প্রথম’ পছন্দ হবে না কাতালান ক্লাবটির। ততদিনই মেসির ছায়া হয়ে থাকতে হবে নেইমারকে। এই কারণে ঘনিষ্ঠজনরা চাইছেন নেইমার যাতে অন্য কোনো ক্লাবে চলে যান।
দুই বছর ধরেই নেইমারকে পেতে হন্য হয়ে ছুটছে প্যারিস সেন্ট জার্মেইন ও ম্যান সিটি। ইউরোপের আরো অনেক ক্লাবই নেইমারকে পেতে মুখিয়ে আছে। এই মৌসুমে বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পান ব্রাজিল সুপারস্টার। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন নেইমার। তবে সমালোচকরা যেভাবে নেইমারের কান ভারী করছেন, তাতে কতদিন বার্সার সুখের সংসার টিকে থাকবে সেটাই দেখার বিষয়।
অবশ্য নেইমার প্রসঙ্গে এমন সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোষ থেকে নেইমারকে উড়িয়ে আনে দলটি। স্প্যানিশ ক্লাবটির হয়ে লিগ শিরোপা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরো বেশ কিছু প্রতিযোগিতায় জিতেছেন নেইমার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন