মোজায় দুর্গন্ধ? জানুন কিছু টিপস
পায়ের তলায় ভেজা ভেজা ভাব। শরীরের অন্যান্য অংশে ঘাম না হলেও, পা ঘামছে সারাদিন। বহু মানুষই এরকম অস্বস্তিতে ভোগেন। জুতার ভিতর পা ঘামছে চুপচাপ! আর ফলাফল, দুর্গন্ধ! সব মিলিয়ে বিচ্ছিরি পরিস্থিতি। বাসে-ট্রামে, রাস্তা-ঘাটে, অফিসে-বাড়িতে গন্ধের চোটে মান-সম্মান যায় যায়। আর যত দোষ, মোজার ঘাড়ে! বুদ্ধি করে মোজার ভিতর স্প্রে করলেন পারফিউম। বিপত্তি বেড়ে দ্বিগুণ ৷ ঘামের গন্ধ আর পারফিউম মিলিয়ে নতুন এক দুর্গন্ধের জন্ম! এরপর সবার কাছে আপনি বয়কট হওয়ার অবস্থা। তাই একটু সচেতন হলেই এই বিপত্তি থেকে দূরে থাকা যায় সহজে। জেনে নিন কিছু টিপস-
১। বাজে গন্ধের জন্য মোজাকে দোষ দিয়ে লাভ নেই। বরং নিয়মিত পা পরিষ্কার রাখুন।
২। বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে ভালো করে পা ধুয়ে নিন। গরম পানিতে ফেলে নিন একটু নুন।
৩। পা ঘষে নিন স্ক্রাবার দিয়ে। আঙুলের মাঝগুলো ভালো করে পরিষ্কার করুন।
৪। ভালো করে পা মুছে, লাগিয়ে নিন ময়েশ্চারাইজার।
৫। একই মোজা বেশিদিন ব্যবহার করবেন না।
৬। জুতাগুলোকে মাঝে মধ্যে রোদে দিন।
৭। জুতার ভিতর পাউডার দিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিন সপ্তাহে একবার।
৮। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
৯। ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভালো।
১০। সুতির মোজা ব্যবহার করুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন