মেয়েকে নিয়ে পর্দায় আসছেন সৌরভ
ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তাঁর কন্যা সানাকে নিয়ে একসঙ্গে টিভির পর্দায় হাজির হতে চলেছেন। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। না, কোনো সিনেমায় নয়। পর্দায় সৌরভ-সানা’কে একসঙ্গে দেখা যাবে একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে।
যে সংস্থার প্রচারদূত হিসাবে বেশ কিছুদিন ধরেই চুক্তিবদ্ধ সৌরভ। এবার সানার সঙ্গেও চুক্তি করেছে সংস্থাটি।
বিজ্ঞাপনে দেখা যাবে, সৌরভ নিজের হাতে মেয়ে সানাকে পছন্দের গহনা পরিয়ে দিচ্ছেন। পাঞ্জাবি পরিহিত সৌরভের পাশে বেশ ঝলমলে দেখাচ্ছে শাড়ি পরা সানাকে। দু’জনের শুটিং শেষ হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যেই টিভির পর্দায় দেখা যাবে তাদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন