যশোরের মণিরামপুরে

মোটরসাইকেলে প্রাণ গেলো সদ্য এসএসসি পাশ ছাত্রের

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু সজিব হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি-২০২৩) দুপুর সাড়ে ১২টার দিকে মণিরামপুর-খেদাপাড়া সড়কের চাঁদপুর মনিরের মোড়ে দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর।
এরপর যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক দুপুর ২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সজিব উপজেলার গরিবপুর গ্রামের ফারুখ হোসেনের ছেলে।
সে সদ্য এসএসসি পাশ করে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

নিহত কিশোরের মামাতো ভাই কলেজ শিক্ষক মামুন-অর-রশিদ জুয়েল বলেন- সজিবের ছোট ভাই তাসকিন হোসেন স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। দুপুরে ছুটির পর তাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সজিব। তারা স্থানীয় মনিরের মোড়ে পৌঁছুলে বিপরীতমুখী একটি মোটরসাইকেল দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে যায় সজিব ও তাসকিন। এসময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে সজিবের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় সজিব।

জুয়েল বলেন- সজিবকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরে নেওয়ার পর চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।