মোটিভেট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারী এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। যা শিক্ষার্থীদের মেধা বিকাশের এক অনন্য উদ্যোগ হিসেবে দেখছেন অভিভাবকরা।

মেধা যাছাই পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বিষয়ক একটি বিশেষ সেমিনারে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ‍্যায়নরত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জনাব মোঃ ফকরুজ্জামান জেট। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নাহিদ হাসান প্রিন্স এবং বর্তমান সভাপতি মোঃ আশরাফুল আলম। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতি ও সফলতার জন্য করণীয় বিষয়ে মূল্যবান পরামর্শ দেন।

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, মোটিভেট ভূরুঙ্গামারী এর এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা জোগাবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।