মোটেল স্বর্ণালীতে অসামাজিক কাজ, ২৯ নারী-পুরুষ আটক
চট্টগ্রাম মহানগরের খুলশীর মোটেল স্বর্ণালী নামের একটি গেস্ট হাউজ থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ২৯ নারী-পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ-ডিবি। আটকদের ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ।
শনিবার দিনগত রাত ১৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-নর্থ) কাজল কান্তি চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল খুলশীর মোটেল স্বর্ণালী গেস্ট হাউজে অভিযান চালায়। এসময় হোটেলটির ম্যানেজার ইয়াছিন ওরফে মামুনসহ ১৬ পুরুষ ও ১৩ নারীকে আটক করা হয়।
তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে হোটেলের মালিকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে বলে জানান সিএমপির গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-নর্থ) কাজল কান্তি চৌধুরী।
মোটেল স্বর্ণালী গেস্ট হাউজের মালিক আবুল হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন