মোস্তফা কামাল মাহদীর স্মারক সম্মাননা লাভ
আবু রায়হান মিকাঈল : বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাপ্তাহিক দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহদী দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব স্মারক সম্মাননা লাভ করেন।
আজ ২০ জুলাই বরিশালের দি রিভার ভিউয়ে তাকে এ সম্মাননা করা হয়।২০১৮ সালে বৃহত্তর বরিশালে প্রকাশিত লেখকদের নিয়ে অনুষ্ঠিত দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব ২০১৮ এর আহবায়ক শফিক আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশি দশকের অন্যতম প্রধান কবি ও দৈনিক মুক্ততথ্য পত্রিকার সম্পাদক কবি শাহীন রেজা।
১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কবি ভাস্কর সাহা।
অনুষ্ঠানে কবি আফরোজা রোজী, মাহবুব লাভলু, কবি মোস্তফা হাবীব, কবি মোস্তফা মল্লিক, কবি লায়লা কবীর, কবি সাইফুল্লাহ নবীন, কবি আল হাফিজ, কবি আবিদ আজম সহ অনেকেই বক্তব্য রাখেন এবং সম্মাননা স্মারক গ্রহণ করেন।
উল্লেখ্য এবারের বইমেলায় কবি মোস্তফা কামাল মাহদী সম্পাদিত কাব্য জোছনা গ্রন্থের জন্য এ স্মারক সম্মাননা লাভ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন