ময়মনসিংহে এনটিভির বর্ষপুর্তি উদযাপন
এনটিভির বিশ বছরে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহের স্থানীয় একটি হোটেলে কেক কেটে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক দীন ইসলাম ফকরুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বনিক সমিতির পরিচালক শংকর শাহা, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউল আলম, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নজীব আশরাফ, বাংলা নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামরান পাভেজ, যমুনা টিভির ব্যুরো চীফ হোসাইন শাহিদ, ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন, সময় টিভির ব্যুরো চীফ সাদিকুর রহমান, ক্যামেরাপার্সন হোসেন আলী, নিউজ টুয়েন্টিফোর টিভির ব্যুরো চীফ সৈয়দ মাহফুজুর রহমান নোমান, ক্যামেরাপার্সন কাউসার আহমেদ, একাত্তর টিভির ক্যামেরাপার্সন নুরুজ্জামান, দেশটিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদ, দীপ্ত টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, দৈনিক স্বজনের বার্তা সম্পাদক কামাল হোসেন, ঢাকা প্রতিদিনের ব্যুরো প্রধান এম. এ আজিজ, স্বদেশ সংবাদের স্টাফ রিপোর্টার শিবু রঞ্জন মজুমদার, দৈনিক জাহানের স্টাফ রিপোর্টার ইব্রাহীম মুকুট, এশিয়া টিভির প্রতিনিধি আবু তোরাব রাসেল, সংবাদ প্রতিদিনের আব্দুল আজিজ, ঢাকা পোষ্টের প্রতিনিধি উবায়দুল হক, দৈনিক স্বদেশ সংবাদের সহকারি সম্পাদক আজিজুর রহমান খোকন, আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল হাসান, ময়মনসিংহ লাইভ ডটকমের সম্পাদক আবদুল কাইয়ুম, ঢাকা টাইমসের জয়নাল আবদীন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, চ্যানেল আই ক্যামেরাপার্সন নাজিম উদ্দিন সাঈদ, দৈনিক স্বজনের স্টাফ রিপোর্টার প্রদীপ বিশ্বাস, সাপ্তাহিক ময়মনসিংহের সম্পাদক মফিজ উদ্দিন, দৈনিক জাগরণের জেলা প্রতিনিধি এনামুল হক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, দৈনিক জনতার শেখ বিপ্লব, সাংবাদিক জগলুল পাশা রুশোসহ স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন