ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
 
            
                     
                        
       		ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় কাচাঁরী ঘাটে এ মেলার আয়োজন করে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গ্লোবাল লিংক ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও মেলার উদ্বোধক মোহাম্মদ এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, মেলার আয়োজক এসজেএম আলম প্রমূখ।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার এ মেলায় ১২০টি স্টল এবং শিশুদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	