ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ডাংরীর মুহম্মদ আবদুল খালেকে মাস্টারের জানাযা নামাজ অনুষ্টিত

ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের ডাংরী গ্রামের আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ আবদুল খালেক মাস্টার রহমতুল্লাহি আলাইহি’র জানাযার নামাজ (২১ ডিসেম্বর) বুধবার সকাল দশটায় নিজ বাড়ীতে অনুষ্টিত হয়।তিনি কর্ম জীবনে উপজেলার আশ্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

মুহম্মদ আবদুল খালেক মাস্টার উনার সহধর্মীনি,তিন ছেলে,তিন মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।জানাযার নামাযে ইমামতি করেন তার নেক সন্তান।জানাযার নামায শেষে মহান আল্লাহ পাক উনার সম্মানিত ঘর মসজিদ সংলগ্ন উনার পিতার কবরের পাশেই মুহম্মদ আবদুল খালেক মাস্টার উনাকে দাফন করা হয়।

শেষে আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ আবদুল খালেক মাস্টার রহমতুল্লাহি আলাইহি’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় জানাযার নামাজে সাইয়্যিদ মুহম্মদ মাসুম, সাইয়্যিদ মুহম্মদ গোলাম মোস্তফা, সাইয়্যিদ মুহম্মদ আবুল মনসুর, রাজিরপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ, বিদ্যালের সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, হযরত মাওলানা মুহম্মদ ফরিদ আহমেদ, মরহুমের বড় ছেলে মুহম্মদ জোহান মিয়া, মোঃ আমিরুল ইসলাম ভুইয়া মনি, মুুহম্মদ জাকির হোসেন নয়ন এবং ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার সহ আরো অনেকেই জানাযার নামাযে অংশ নেয়।