ময়মনসিংহের গৌরীপুরে ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনের উদ্যোগে গনিত উৎসব উদযাপিত

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় এই প্রথম অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব। ইয়াছিন আরাফাত ফাউন্ডেশন এর আয়োজনে কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। গনিত উৎসবে গৌরীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দুটি শিফটে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে।

গণিত উৎসবের ২য় পর্বে ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেসিক লার্নিং সেন্টারের পরিচালক এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং ডৌহখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম।

এছাড়াও পরীক্ষার খাতা মুল্যায়ন ও সার্বিকভাবে সহযোগিতা করেন চান্দের সাঁটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমূদ ভৌমিক, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুহরাব হোসেন, বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক বিদুৎ কুমার নন্দী, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক কামরুল হোসেন, কলতাপাড়া আইডিয়া স্কুলের পরিচালক আব্দুল মন্নাফ, নন্দীগ্রাম ইবতেদায়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ডাঃ আব্দুস সালাম, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সামাদ, এছাড়াও “ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনে”র সদস্য ইমরান, দ্বীন ইসলাম, শাহপরান, বিপুল, রাহাত, সৌমিত্রা,মুসলিমা,লিজা,আব্দুলাহ,চয়ন,রবিন,ইমন,হৃদয়, সাব্বির, ঝিনুক, স্বাধীন, সিয়াম, আল-আমীন ও সায়লা প্রমূখ ।

গণিত উৎসবে মাধ্যমিক পর্যায়ে প্রতি ক্লাসে ৫ জন শিক্ষার্থীথেকে মোট ২৪ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও মেডেল উপহার দেওয়া হয়।এছাড়াও অংশগ্রহনকারী সকল স্কুলের মাঝে অধিক শিক্ষার্থী অংশগ্রহণকারী তিনটি বিদ্যালয়কে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।