ময়মনসিংহের গৌরীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG_20221212_231751.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল ফারুক, কাউন্সিলর সাদেক প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান নিরাপদ খাদ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরেন এবং খাদ্য নিরাপদ রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। অতিথিবৃন্দ নিরাপদ খাদ্যের ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়া ও এবং জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন