ময়মনসিংহের ধোবাউড়ায় গরুর শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে ৩ মাসের শিশুকে খুন
গরু শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে ইছহাক নামের তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রোজিনা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ইছহাক ওই এলাকার রহমত আলী ভূঁইয়া ওরফে মোরশেদ আলীর সন্তান। গ্রেফতার রোজিনা খাতুন ওকই এলাকার মো. রনি মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে রোজিনা খাতুনের একটি ষাঁড় প্রতিবেশী দুলাল মিয়ার বাড়িতে ঢুকে শিমগাছ খেয়ে ফেলে। বিষয়টি দুলাল মিয়ার স্ত্রী জায়দা খাতুন প্রতিবেশী রোজিনা খাতুনের স্বামী রনি মিয়াকে জানাতে যান। এ নিয়ে কথা কাটাকাটির জেরে রোজিনা খাতুন ও রনি লাঠি নিয়ে জায়দাকে মারতে যান।
জায়দা প্রাণ ভয়ে আরেক প্রতিবেশীর বাড়িতে ওঠেন। রোজিনা ও রনি ওই প্রতিবেশীর বাড়িতে গিয়েও জায়দার মাথায় আঘাত করেন। বিষয়টি দেখে মোরশেদ আলীর স্ত্রী শিল্পী আক্তার সন্তান ইছহাককে কোলে নিয়ে জায়দাকে বাঁচাতে যান। রোজিনা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের টুকরা দিয়ে শিল্পীর মাথায় আঘাত করতে যান। তবে লাঠির আঘাত শিল্পীর কোলে থাকা ইছহাকের মাথায় লাগে।
স্থানীয়রা ইছহাক ও জায়দাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু ইছহাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় রোজিনা খাতুনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন