ময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া মোবাইল আধাঘন্টায় ঊদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220910_162110-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের ভালুকা ওভার ব্রিজের নিচ থেকে রানী আক্তার নামের এক মহিলার একটি মোবাইল হারিয়ে যায়। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় আধাঘন্টায় উদ্ধার করা হয়েছে।
জানাযায়, শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারটার সময় ভালুকা ওভার ব্রিজের নিচ থেকে কে বা কারা মোছাঃ রানী আক্তারের অজান্তে ব্যাগ থেকে মোবাইলটি তুলে নেয়। পরবর্তীতে সে তার মোবাইল ব্যাগে খোজাখুজি করলে না পেয়ে ভালুকা মডেল থানার শরণাপন্ন হয়।
এসময় মহিলার কাঁকুতি মিনতি শুনে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন তাৎক্ষণিক নির্দেশনা দেন এস আই চন্দন সরকার কে পরে তিনি আধা ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করেন। পাশাপাশি মোবাইল ফোনের মালিক মোছাঃ রানীর আক্তারের কাছে মোবাইলটি হস্তান্তর করেন।
রানী আক্তার মোবাইল ফোন হাতে পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন