যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুবের কাছে প্রতিমন্ত্রী স্বপনের নৌকার পরাজয়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Monirampur-iakub-mp2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলহাজ মো. ইয়াকুব আলী (ঈগল প্রতীক) জয়ী হয়েছেন।
সহকারি রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র মনিরামপুর থেকে পাওয়া ফলাফল অনুযায়ী মো. ইয়াকুব আলী পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট।
আর আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী, উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পেয়েছেন মাত্র ৭২ হাজার ৩৯৬ ভোট। ৫ হাজার ১৩৬ ভোটে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পরাজিত হয়েছেন।
এদিকে- তৃনমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ২৩৬, জাতীয় পার্টির এম.এ হালিম লাঙ্গল প্রতীক পেয়েছেন ৬২৪ এবং ইসলামী ঐক্যজোটের নুরুল্লাহ আব্বাসী মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৬ ভোট। যশোর-৫ (মনিরামপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩। প্রাপ্ত মোট ভোট সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৬৬।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন