যশোরে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে স্কুলগামী শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার সকালে উক্ত বিদ্যাপীঠের হলরুমে দারিদ্র মহিলাদের কর্মসংস্থান সহায়তা প্রকল্পের—২ এর উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তন্ময় বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, ডাক্তার আমিনুর বারী, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক। এছাড়াও এ অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক, কর্মচারী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনানুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যাপীঠের ১০০ জন শিক্ষার্থীকে সেনিটেশন উপকরণ সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন— সহকারী শিক্ষক মাহাবুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন