যশোরের কেশবপুরে জাতীয় সমবায় দিবস পলিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/11/1-3-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন উপজেলা সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার আলীর সঞ্চালনায় স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, খোপধহি আইপিএম কৃষি সমবায় সমিতির নির্বাহী পরিচালক সাজ্জাত হোসাইন, সমবায়ী মোতাহার হোসাইন প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ফটোসাংবাদিক রনি হোসেন, সদস্য শংকর কুমার দাস প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন