যশোরের কেশবপুরে প্রকল্প বাস্তবায়ন ও মৎস দপ্তরের সাথে হরিজন জনগোষ্ঠীর সংলাপ সভা অনুষ্ঠিত
“জাতপাত পেশাভিত্তিক বৈশম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে দলিত হরিজন জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় প্রকল্প বাস্তবায়ন ও উপজেলা মৎস্য দপ্তরে অধিকার বিষয়ে দলিত জনগোষ্ঠীর সংলাপসভা অনুষ্ঠিত হয়েছে।
দলিতের বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে ২ অক্টোবর সকালে পৃথক দুটি সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য দপ্তরের সাথে সংলাপ সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সাথে সংলাপ সভায় ভক্ত রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি নিয়াজ মোঃ ফয়সাল।
উভয় সংলাপ সভায় সভাপতির বক্তব্য রাখেন রাইট অফ দলিত প্রকল্পের ফোকাল পার্সন উত্তম কুমার দাস। দলিতদের মৌবিলাইজার নিকোলাস মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দলিত কমিউনিটির মাধবী দাস, অর্পনা দাস, তাপসী দাস, কিশোর দাস, টুম্পা দাস, পূর্ণিমা রানী দাস, ঋতুপর্ণা পাল প্রমূখ।
রাইটস অফ দলিত প্রকল্পের আয়োজনে ও ইসলামী রিলিফ, সুইডেন এর সহযোগিতায় উক্ত দুটি সংসদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলের জনগোষ্ঠীর যুব ফোরাম, রাইটস ফোল্ডার গ্রুপ, ও দলিত কমিউনিটি গ্ৰুপ লিডার অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন