যশোরের কেশবপুরে ২৩ জুন হতে একসপ্তাহ লকডাউন ঘোষণা
যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে কয়েকজন ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। সংক্রমণ বেড়েই যাচ্ছে।
এরই প্রেক্ষিতে উপজেলায় ২৩ জুন হতে ৩০ জুন পর্যন্ত একসপ্তাহ লকডাউন ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন।
কেশবপুর উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় ৬ জনের মৃত্যু হওয়ায় মঙ্গলবার সকালে উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান সুধীসমাজ ও সাংবাদিদের সমন্বয় উপজেলা পরিষদ সভাকক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমা) ইরুফা সুলতানা, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসার মো. তরিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তি প্রমুখ।
সভায় কেশবপুর উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়া ২৩ জুন হতে ৩০ জুন পর্যন্ত একসপ্তাহ লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।
সভায় জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বের হবে না। বিশেষ প্রয়োজনে চলাচলকারী সকল পথচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামুলক। কেশবপুর পৌরসভায় সকল হোটেল রেস্তোরাঁ সহ চায়ের দোকান বন্ধ থাকবে। কোন প্রকার কোথাও ক্রামবোর্ড খেলা যাবে না। জরুরি প্রয়োজনে কাঁচা মালের দোকান সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পযন্ত খোলা থাকবে। তবে ডাক্তারি চেম্বার ও ঔষধের দোকান খোলা থাকবে।
বিশেষ করে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ও বাগদাহ গ্রামকে লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘লকডাউন চলাকালে সকল প্রকার স্বাস্থ্য বিধিনিষেধের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে লকডাউন চলাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানার উপর গুরুত্ব দেওয়া হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন