যশোরের ঝিকরগাছায় কৃষি জলবায়ুর ওপর রোভিং সেমিনার
কৃষি আবহাওয়া ও তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছা কৃষি অফিসের বাস্তবায়নে রোভিং সেমিনার ও কৃষি আবহাওয়ার তথ্য বিস্তার বিষয়ক পৃথক দু’টি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) দিন ব্যাপী এ প্রশিক্ষণে পৃথকভাবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উতপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের গ্রেটার কুষ্টিয়া অঞ্চলের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শামিউর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন চক্রবর্তী সহ প্রশিক্ষনার্থী বৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন