যশোরের বাগআঁচড়া বেলতলায় আম চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/Img-9147888619296-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোর জেলার শার্শায় আম সংগ্রহ ও সংগ্রহোত্তর এবং বাজারজাত ব্যবস্থাপনা বিষয়ে আম চাষী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১০ মে) দুপুর ১২ টায় শার্শা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে বেলতলা আম বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেলতলা বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল হাসান শামিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আকিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম, এস আই আলহাজ,আম বাজার সমিতির সভাপতি লোকমান হোসেন,আরাফাত হোসেনসহ আম চাষী,ব্যাবসায়ী, এবং প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ও থানার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম বলেন,আমবাজারের ঐহিহ্য ধরে রাখতে আম কেনা বেচাসহ বাজারজাত করণে সকল ধরনের সুষ্ঠু তদারকিসহ সকল ধরনের প্রশাসনিক কার্যকরী ব্যবস্হা গ্রহণ করা হবে।কোন প্রকার অনিয়ম ও চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা বলে কঠোর হুশিয়ারী করেন।
সবশেষে আম চাষী ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন চাওয়া পাওয়া ও দাবীগুলো সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন