যশোরের বাগআঁচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গার্লস স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে স্ব স্ব স্কুল প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৪৮৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৪৬৮ জন, ফেল করে ২০ জন, স্কুলটিতে পাশের হার ৯৮%। এবছর পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী সামিতা শাহীন প্রিয়ন্তী সর্বোচ্চ ৫৯৯ নম্বার পেয়ে স্কুল সেরা মেধাবী ছাত্রী হিসেবে নির্বাচিত হন।

বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ছিলেন ৬৭৭ জন, উত্তীর্ণ হয়েছেন ৬৪১জন, ফেল করেছে ৩৬ জন, স্কুলটিতে পাশের হার ৯০%। এবছর নবম থেকে দশম শ্রেণীর পরীক্ষার্থী আনিকা আনজুম ৯১৯ নম্বর পেয়ে স্কুল সেরা মেধাবী শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী বাস্তবায়ন কর্মকর্তা অনিত বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন- আহবায়ক ও শার্শা থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন, শার্শা থানা বিএনপির সদস্য মোনায়েম হোসেন, আনোয়ার হোসেন বাবু, আলমগীর কবির আলম, আব্দুর রশিদ, বাংলাদেশ জামায়াত ইসলামের শহর-শাখার সভাপতি অধ্যাপক শেখ ফজলুল হক, ডাঃ জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মনিরুজ্জামান মনি, আমিনুর রহমান মনি, শাহাবুদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিহা খাতুন, সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান, রেশমা ইয়াসমিন, জিল্লুর রহমান, রাশিদা খাতুন, ফারুক আহমেদ। বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা মোছা: শাহানারা খাতুন, সহকারী শিক্ষক সুবিদ আলী, ফারুক হোসেন প্রমুখ।

পরিশেষে দুটি স্কুলের বর্ষসেরা শিক্ষার্থী ও প্রতি ক্লাসের উত্তীর্ণ ৩জন সেরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার তুলে দেন অতিথিরা।