যশোরের বাগাআঁচড়া ও কায়বায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যশোরের শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় শার্শা ইউনিয়ন জুড়ে সকল পর্যায়ের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।
তারই ধারাবাহিকতায় বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে তিনি নিজ হাতে তার নেতা কর্মীদের সাথে নিয়ে এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, এদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, তত্ত্বাবধায়কের অধীনে, নির্বাচন চায়। নিজেদের মধ্যে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করাটা দেশের মানুষের সাথে তামাশা করার শামিল। বিরোধীদলের নেতাকর্মীদের জেলে রেখে একতরফা নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। তাই অসহযোগ আন্দোলনের মাধ্যমে একদলীয় সরকারকে বিদায় দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোঃ তাজউদ্দীন আহমেদ কায়বা ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক, মোঃ আসাদুজ্জামান মিঠু আহ্বায়ক বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি,মোঃ শহিদুল ইসলাম থানা বিএনপি কমিটির সদস্য, মোঃ মশিউর রহমান থানা বিএনপি কমিটির সদস্য, মোঃ ইমদাদুল হক ইনদা সদস্য সচিব শার্শা উপজেলা যুবদল, মোঃ আল মামুন বাবলু যুগ্ন আহবায়ক শার্শা উপজেলা যুবদল কমিটির সদস্য, মোঃ রাকিবুল হাসান রিপন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল শার্শা উপজেলা,আসাদুজ্জামান সিনিয়ার যুগ্ন আহবায়ক বেনাপোল পৌর যুবদল,শহিদুল ইসলাম শহীদ বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল, মেহেদী হাসান যুবদলের যুগ্ন আহ্বায়ক থানা কমিটি,আল-উজায়ের সুজন সদস্য শার্শা উপজেলা যুবদল,মোঃ মনিরুজ্জামান মনি স্বেচ্ছাসেবের দলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন