যশোরের বেনাপোল সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG-20220907-WA0001-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়।
আটক দুই পাচারকারী হাবিবুর রহমান (২৯) বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল ইসলাম (২৫) একই গ্রামের আবু বক্করের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদে পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১১৬ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন