যশোরের বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবককের লাশ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে মাঠের মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, স্থানীয় বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে আমরা জানতে পারি বেনাপোলের সীমান্ত ঘেষা রঘুনাথপুর গ্রামের ১ কিলোমিটার দুরে সীমান্তের মেইন পিলার ২০ এর টুএস-টি ১৩ পিলারের নিকট এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিয়ে সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে সীমান্তে লাশ পড়ে থাকার খবর জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন