যশোরের বেনাপোলে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/1_20220929_150006_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বেনাপোলে পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাতীপাড়া গ্রামের রবিউল ফকির এর ছেলে মো. বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের রহিমের ছেলে মো. রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মো. মিলন হোসেন (২১)।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে পাটবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়।
আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন