যশোরের মণিরামপুরে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোরের মণিরামপুরে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি-২০২২) দুপুরে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা আর এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান।

জানাগেছে- মণিরামপুর উপজেলার রোহিতা বাজারের জ্যোতি এন্টারপ্রাইজে লাইসেন্সবিহীন সার-কীটনাশক, গ্যাস সিলিন্ডার ও পেট্রোল বিক্রির অভিযোগে দোকান মালিক আব্দুর রহিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপজেলার সোহরাব মোড় সংলগ্ন মায়ের দোয়া ট্রেডার্সে অনুমোদনহীন সার ও কীটনাশক বিক্রির অভিযোগে দোকান মালিক আজগর আলীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার এবং বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন- ভ্রাম্যমাণ আদালতের আজ সোমবারের অভিযানে দুই দোকানিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।