যশোরের মণিরামপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ৮ শ্রমিক আহত

যশোরের মণিরামপুরে ধানবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে ৮ শ্রমিক আহত হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল-২০২২) বিকেলে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের টেংরামারী বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

তারা হলেন- মণিরামপুরের মোহনপুর এলাকার সুজন দাস ও কালিপদ দাস, শ্যামকুড় বুজতলা এলাকার আসাদুজ্জামান আসাদ এবং চুকনগরের মাগুরঘোনা এলাকার সঞ্জয় সরকার।

স্থানীয় ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন- আজ সোমবার বিকেল ৩টার দিকে ধানবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের দিকে আসছিলো। ট্রাকটি টেংরামারী আহলে হাদীস জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি সামনে পড়ে। এসময় ভ্যান ও মোটরসাইকেল সাইড দিতে গিয়ে রাস্তার পাশে ট্রাকটি উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা ৮ জন শ্রমিকই চাপা পড়েন।

ফয়েজ উদ্দিন বলেন- আমরা টেনেটুনে সবাইকে উদ্ধার করেছি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৪ জনতে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেছে।

উদ্ধার কাজে অংশ নেয়া মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মী আকাশ বলেন- ট্রাকের নিচে শ্রমিকরা আটকা পড়ার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে ৪ জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে এনেছি। আহতদের কারও আঘাত গুরুতর নয়।