যশোরের মণিরামপুরে ধ্বংস করা হলো নিষিদ্ধ কারেন্ট জাল
যশোরের মণিরামপুরে নিষিদ্ধ কারেন্ট জাল রাখার অভিযোগে আলিফ হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় আলিফের হেফাজতে থাকা ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে জ্যৈষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ ও রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজগঞ্জ বাজারের গুড়পট্টি এলাকায় কারেন্ট জাল উদ্ধার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলিফ এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ কারেন্ট জাল পাওয়া যায়। নিষিদ্ধ জাল রাখার অপরাধে দোকানের মালিক আলিফকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর অধিনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তার হেফাজতে থাকা ১০ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন