যশোরের মণিরামপুরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মিরা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর-২০২২) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মিরা খাতুন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সালাম সরদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্বজনেরা জানান- গত বুধবার দুপুরে ওই ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরে। এরপর বাড়িতে বাবা-মার অনুপস্থিতিতে সন্ধ্যায় বিষ পান করে। স্বজনরা টের পেয়ে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন- কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা স্পষ্ট না। ছাত্রীর বাবা-মা কিছু বলতে পারছেন না।

তবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন- স্থানীয় একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ওই ছাত্রীর মা তাকে বকাঝকা করেছেন। এ কারণে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই আরও বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরাদেহ মর্গে পাঠানো হয়েছে।