যশোরের মণিরামপুরে ভ্যানচালক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের মণিরামপুরে তোহিদুল ইসলাম (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি-২০২৩) ভোরে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তৌহিদুল ইসলাম উপজেলার কাশিপুর গ্রামের আবুল সানার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তবে কী কারণে ‘আত্মহত্যা’ করেছেন, তা জানা যায়নি।
এ ঘটনায় তৌহিদুলের বোন মরিয়াম বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মরিয়াম বেগম বলেন- তৌহিদুল ইসলাম ছোট বয়সে একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার (১৮ জানুয়ারি-২০২৩) রাতের খাবার শেষে স্ত্রী জয়নব খাতুনের সঙ্গে নিজ ঘরে ঘুমাতে যান তৌহিদুল।
মরিয়াম আরও বলেন- ভাইকে অনেক ডাক্তার-কবিরাজ দেখাইছি, সুস্থ হয়নি। এদিন ভোরে ভাবি (জয়নব) ঘুম থেকে উঠে দেখেন আমার ভাই ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন- স্বজনেরা জানিয়েছেন, এরআগেও একাধিকবার তৌহিদুল আত্মহত্যার চেষ্টা করেন।
কোনো অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন