যশোরের মণিরামপুরে মায়ের ওপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/আত্মহত্যা.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুরে বন্যা সাহা (২১) নামের এক কলেজছাত্রী গলায় শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।
সোমবার (২১ মার্চ-২০২২) সকাল ১০টার দিকে মায়ের ওপর অভিমান করে বন্যা আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
বন্যা সাহা মণিরামপুর বাজারের দোলখোলা মোড়ের ব্যবসায়ী গোপাল সাহার মেয়ে। সে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
মণিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন- এদিন সকালে মা রিংকু সাহার সাথে কথা কাটাকাটি হয় বন্যার। এরপর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দেন বন্যা। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া কলেজ ছাত্রীর লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন