যশোরের মনিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের মণিরামপুরে চন্দনা মণ্ডল (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) সকালে নিজের শোয়ার ঘর থেকে স্বজনেরা তার লাশ উদ্ধার করেন।
চন্দনা মণ্ডল উপজেলার দিগঙ্গা গ্রামের নিউটন মণ্ডলের স্ত্রী। এ দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্বজনেরা জানিয়েছেন- চন্দনা ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশী এক ননদের সঙ্গে ঝগড়ার রেশ ধরে অপমানে তিনি আত্মহত্যা করেছেন।
হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রণব বিশ্বাস বলেন- গত বুধবার বিকেলে পাশের বাড়ির এক ননদের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি হয় চন্দনা মণ্ডলের।
প্রণব বিশ্বাস বলেন- এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্য জানিয়েছেন। স্বজনরা টের পেয়ে তাকে নামিয়ে আনার আগেই তিনি মারা গেছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- চন্দনা মণ্ডলের লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার বলছে- তিনি আত্মহত্যা করেছেন। এখন তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন