যশোরের মনিরামপুরে ফলন্ত পটল গাছের সাথে শত্রুতা!
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে এক কৃষকের পটল ক্ষেত থেকে পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ মে-২০২২) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ মে-২০২২) সকালে কৃষক শরিফুল ইসলাম ক্ষেতে যেয়ে কাটা গাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্থ কৃষক শরিফুল ইসলাম জানান- পটলের চারা রোপন করা থেকে শুরু করে এই পর্যন্ত ১৫ কাঠা জমিতে প্রায় ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন গাছে ফুল-ফল আসতে শুরু করেছে এবং পটল উঠানোর সময়। ঠিক সেই সময় শত্রুতা করে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আমার ১৫ পটল ক্ষেতের ৬ কাঠা জমির সমস্ত পটলের গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার ক্ষতি হয়েছে প্রায় ২৫/৩০ হাজার টাকা।
ক্ষতিগ্রস্থ কৃষক আরও বলেন- ক্ষেতের পটলের কেটে দে’য়ার আমার অনেক ক্ষতি হয়েছে।
স্থানীয় উপসহকারি ভগীরত চন্দ্র বলেন- ঘটনাটি খুব দুঃখ জনক। একজন কৃষকের এমন ক্ষতি করা ঠিক না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন